Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

যুব সমাজকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরনের জন্য তাদের উদ্ভুদ্ধকরন,জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিনত করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর ১৮-৩৫ বছর বয়সের বেকার যুব ও যুব মহিলাদের নিয়ে কাজ করে যাচ্ছে।

 

 

জেলা কার্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

 

 

ক্র:নং

ট্রেডের নাম

প্রতি

শেসনের

মেয়াদ

প্রতি

শেসনের

লক্ষ্যমাত্রা

শিক্ষাগত

যোগ্যতা

ভর্তি ফি

টাকা

প্রশিক্ষনের

ধরন

প্রশিক্ষন

শুরু

০১

বেসিক কম্পিউটার

০৬ মাস

৪০ জন

এইচ,এস,সি পাশ বা সমমান

২০০০/-

অনাবাসিক

০১জুলাই,

০১ জানুয়ারী

০২

পোষাক তৈরী

০৬ মাস,

০৩ মাস

৪০ জন

অস্টম শ্রেনী পাশ

৫০/-

অনাবাসিক

০১জুলাই,

০১অক্টোবর

০১ জানুয়ারী

০৩

মৎস্য চাষ

০১ মাস

৩০ জন

অস্টম শ্রেনী পাশ

৫০/-

অনাবাসিক

 

০৪

মডার্ন অফিস

ম্যানেজমেন্ট

০৬ মাস

৩০ জন

এইচ,এস,সি পাশ বা সমমান

৫০০/-

অনাবাসিক

০১জুলাই,

০১ জানুয়ারী

০৫

ইলেকট্রনিক্স

০৬ মাস

৩০ জন

অস্টম শ্রেনী পাশ

৩০০/-

অনাবাসিক

০১জুলাই,

০১ জানুয়ারী

০৬

ইলেকট্রিক

০৬ মাস

৩০ জন

অস্টম শ্রেনী পাশ

৩০০/

অনাবাসিক

০১জুলাই,

০১ জানুয়ারী

০৭

রেফ্রিজারেশন

০৬ মাস

৩০ জন

অস্টম শ্রেনী পাশ

৩০০/

 

০১জুলাই,

০১ জানুয়ারী

০৮

হাসমুরগী পালন,

গবাদী পশূ,

মৎস্যচাষকৃষি বিষয়ক

২ মাস ১৫ দিন

৬০ জন

অস্টম শ্রেনী পাশ

১০০/-

আবাসিক

১ জানু,০১ এপ্রিল,

০১ জুলাই,০১ অত্টোবর

 

 

হাসমুরগী পালন,গবাদী পশু মোটাতাজাকরন প্রশিক্ষনে ৩০০০/-টাকা ভাতা প্রদান করা হয়। সকল প্রশিক্ষনের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে ও উপ-পরিচালকের সাথে যোগাযোগ করা যেতে পারে।

 

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন-

 

উপজেলা পর্যায়ে ০৭,১০,১৫,২০দিন মেয়াদী অপ্রাতিস্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষনে কোন ফি নেওয়া হয় না। শিক্ষাগত যোগ্যতা অস্টম শ্রেনী। প্রশিক্ষনের বিষয় মৎস্য চাষ,হাঁসমুরগী পালন,গবাদী পশু ও স্থানীয় চাহিদার ভিত্তিতে যে কোন বিষয়।

 

যুব প্রশিক্ষনের জন্য আবেদন সকল উপজেলা কার্যালয়ে সংগ্রহ করা হয়। সকল ক্ষেত্রে আবেদনের বয়স ১৮-৩৫ বছর। বেকার যুব ও.যুব মহিলারা এই প্রশিক্ষনে আবেদন করতে পাববেন।

 

যুব ঋন বিতরন-আত্নকর্মসংস্থান কর্মসূচী:

 

প্রাতিষ্ঠানিক এক নামে সর্বোচ্চ- ৭৫,০০০/- টাকা বিতরন করা হয়। অপ্রাতিস্ঠানিক এক নামে সর্বোচ্চ- ৪০,০০০/- টাকা বিতরন করা হয়।  প্রথম তিন মাস গ্রেস প্রিরিয়ড। এ সকল ঋন ২৪ কিস্তিতে ফেরত যোগ্য।  সকল ঋন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিতরন করা হয়।

 

পরিবার ভিত্তিক যুব ঋন:এক নামে ৮০০০/- টাকা,৫ জনে এক গ্রুপ ১০টি গ্রুপে একটি কেন্দ্র | সাপ্তাহিক কিস্তিতে  এই ঋন পরিশোধ করতে হয়|  প্রতিবার ঋন পরিশোধের পর পূনরায় ঋন দেওয়া হয়।

 

যুব ঋন পাওয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত যুব যুব মহিলাগন আবেদন করতে পারেন। সাদা কাগজে সরাসরি আবেদন করতে হয়। আবেদনকারী ঋন পাওয়ার জন্য মনোনিত হলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় হতে ১০/-(দশ টাকা)মুল্যমানের সরকারী ফরম সংগ্রহ করে আবেদন পত্র পূরন করে এর সাথে প্রযোজনীয় কাগজপত্র সংযোজন করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট জমা প্রদান করলে ০৭ দিনের মধ্যে ব্যাংকের ক্রস চেকের মাধ্যমে ঋন প্রদান করা হয়।  

যুব উন্নয়ন অধিদপ্তর,রামপাল,বাগেরহাট।